ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মহান প্রবর্তক হুজুর গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাদারীপুর জেলার ছিলারচর ইউনিয়নের রগুড়ামপুর খানকাহ্ শরীফে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের বর্তমান গদীনশীন পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
তিনি বলেন, “মাইজভাণ্ডারী তরিকা একটি স্বতন্ত্র তরিকা ও স্বতন্ত্র রূপ। এই তরিকার প্রতিষ্ঠাতা হলেন হযরত গাউছুল আযম শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজ। যুগ পরম্পরায় বিভিন্ন তরিকার শায়েখগণ মানুষের হেদায়াত ও আত্মশুদ্ধির জন্য পবিত্র কোরআন ও সুন্নাহ্ তথা ইসলামী শরিয়তের আলোকে বিভিন্ন কর্মপদ্ধতি প্রণয়ন করেছেন, যেগুলোকে তরীকত ও তাসাউফ নামে আখ্যায়িত করা হয়।”
তিনি আরও বলেন, “ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভের লক্ষ্যে তাসাওউফ চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির একটি উত্তম কর্মপদ্ধতি হলো তরীকতের অনুশীলন করা। এই কর্মপদ্ধতির মূল উদ্দেশ্য হলো নফসে ইনসানী বা কুপ্রবৃত্তির বিনাশ ঘটিয়ে রূহে ইনসানী তথা সুপ্রবৃত্তি সৃষ্টি করা। এর মাধ্যমে সহজ পন্থায় আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর রেজামন্দি অর্জন করা সম্ভব।”
তিনি বলেন, “যদি আমরা প্রকৃত অর্থে তরীকত ও তাসাওউফের অনুশীলন করে চলতে পারি, তবে আমাদের আভ্যন্তরীণ জগতে এমন একটি অবস্থান তৈরি হবে, যেখানে আল্লাহ্ তায়ালার নূর, রহমত, নেয়ামত ও শান্তি আমাদের জীবনে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। মূলত কুপ্রবৃত্তি দমন করা এবং সুপ্রবৃত্তি সৃষ্টি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
খলিফা শাহ্ মোহাম্মদ রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া এবং মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।













