২১ জানুয়ারি ২০২৬

ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তার দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দু’জন হলো সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তাদের বাবা আবুল বশর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের টানা কয়েক দফায় চেয়ারম্যান ছিলেন। তাদের বড় ভাই বেলাল হোসেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান। তিনি বলেন, গ্রেপ্তার রুমির বিরুদ্ধে ছয়টি ও বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা অস্ত্র বেচাকেনার এবং নিজস্ব পদ্ধতিতে অস্ত্র তৈরির সঙ্গে সম্পৃক্ত।

মেজর রাসেল আরও বলেন, শুক্রবার রাতে অভিযানের সময় সেনা সদস্যদের দেখে রুমী ও বাপ্পী পুকুরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। ধরা পড়ার পর তাদের দেওয়া তথ্যে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন