২১ জানুয়ারি ২০২৬

‘অনলাইন জুয়া’ কেড়ে নিল যুবকের প্রাণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে নুর উদ্দিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখিজিরপুর সাতঘড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর উদ্দিন সাতঘড়িয়া পাড়ার আবুল কাসেম সওদাগর বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নুর উদ্দিন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় জড়িয়ে তিনি ধার-দেনায় পড়েন, যা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন