চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশন-এর ২০২৬ সালের জন্য ৪৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ঈসা খান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগরের সিদ্ধান্তক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে প্রভাত মজুমদার-কে সভাপতি, মুহাম্মদ হেলাল উদ্দীন-কে সাধারণ সম্পাদক এবং সাবরিনা জাহান তন্বী-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
নবনির্বাচিত সভাপতি প্রভাত মজুমদার বলেন, “আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনকে একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং আনোয়ারা উপজেলার সকল শিক্ষার্থীর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “নতুন কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।” তিনি আরও জানান, পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদসমূহ: সিনিয়র সহ-সভাপতি: মো. রবিউল চৌধুরী। সহ-সভাপতি: আকিবুল হাসান ফয়সাল, ইব্রাহীম রুবেল, এ. এম. তৌহিদুল হক, শানা বড়ুয়া রণি, শান্ত দেব নাথ, মোহাম্মদ মুনির উদ্দীন হাসান ও হাফেজ ইরফান উদ্দীন।
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আমজাদ হোসেন, শহিদুল ইসলাম পারভেজ, মুহাম্মদ বেলাল উদ্দীন, মো. এনাম উদ্দিন, লাভলী জাহান রেখা ও ঋতুপর্ণা দাশ।
বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা: অর্থ সম্পাদক ওবাইদ বিন আহমেদ শিহাব, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাত সুমাইয়া, প্রচার সম্পাদক মো. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সরওয়ার উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকবর আহাদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক সীমান্ত আচার্য্য, ক্রীড়া সম্পাদক শাহাব শুভ্র, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাওয়াদুর রশিদ ওয়াসি এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তাজকিয়া সুলতানা।
সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দও সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।













