২১ জানুয়ারি ২০২৬

লোহাগাড়ায় নোংরা পরিবেশে শনপাপড়ি তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি তৈরির দায়ে আলা উদ্দীন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে কারখানাটি বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অভিযুক্ত আলা উদ্দীন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়িসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন