২২ জানুয়ারি ২০২৬

শওকত আলী চৌধুরীর আটকের গুজব ছড়িয়ে সম্মানহানি! অভিযোগ পরিবারের

ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী চৌধুরীকে গ্রেপ্তারের যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব বলে দাবি করেছে তার পরিবার।

এর আগে বুধবার রাতে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে শওকত আলী চৌধুরী ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাইয়ের সম্মানহানি ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমার ভাই বাসাতেই আছেন এবং নিরাপদে আছেন।”

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের অসত্য সংবাদ শুধু একজন ব্যক্তিকেই নয়, সামগ্রিকভাবে দেশের ব্যবসায়িক পরিবেশের জন্যও ক্ষতিকর।

আরও পড়ুন