২৩ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফয সমাপ্তকারীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দারুত তাকওয়া লি-তাহফীজিল কুরআনিল কারীম মাদরাসায় হিফয সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি-সনদ প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বটতলী রুস্তম হাট হাজী ইমাম শপিং সেন্টারের আলভী কমিউনিটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মাদরাসা পরিচালক হাফেজ মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফেজ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর। প্রধান আলোচক ছিলেন কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, সেক্রেটারি মাওলানা সৈয়দ নুর আনোয়ারী, হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোঃ নেজাম উদ্দিন সওদাগর ও মাওলানা আবুল কালাম, বখতিয়ার পাড়া তরলীলুল কুরআন মাদরাসার সদর মোহতামিম ক্বারী ইসহাক, ক্বারী মাওলানা আবু বকর, বটতলী নুরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দীন, আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম, উপদেষ্টা মাওলানা ক্বারী ফোরকান, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ আলাউদ্দিন, বটতলী মদিনা হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর সওদাগরসহ আরও অনেকে।

এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ২০২৫-২৬ সেশনের হিফয সমাপ্তকারী ৩১ জন হাফেজে কুরআন ছাত্রকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৫ জন শিক্ষার্থী হিফয সম্পন্ন করে বিদায় নিয়েছেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ কামরুউদ্দীন বলেন, আল্লাহর মেহেরবানি ও সবার সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৯৫ জন ছাত্র হিফয সমাপ্ত করে মাদরাসা থেকে বিদায় নিয়েছে। আজ ৩১ জন হিফয সমাপ্তকারী ছাত্রকে মাদরাসার পক্ষ থেকে পাগড়ি-সনদ দিয়ে সম্মানজনকভাবে বিদায় প্রদান করা হয়। অত্র মাদরাসার শিক্ষার্থীরা থানা, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। সকলের সহযোগিতা ও পরামর্শে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

অনুষ্ঠান শেষে হিফয সমাপ্তকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ