৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ছড়া উৎসব ৬ আগষ্ট

বাংলাধারা প্রতিবেদন »

নন্দন কানন ফুলকি মিলনায়তনে ‘ছড়াটে চট্টগ্রাম‘ এর আয়োজনে ছড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগষ্ট) সন্ধা৬ টায় এ ছড়া অনুষ্ঠান শুরু হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ।

যাদের ছড়ার আবৃত্তি হবে। সুকুমার বড়ুয়া,সুজন বড়ুয়া, সনতোষ বড়ুয়া,সৌরভ সাখাওয়াত,লীনা চৌধুরী,লুৎফর রহমান রিটন, রাশেদ রউফ, ফজিলাতুন নাহার রুনু,রহীম শাহ, মিনার মনসুর,মাহফুজুল আলম খান, কামরুল হাসান বাদল,ওমর কায়সার,এমরান চৌধুরী,এয়াকুব সৈয়দ, উৎপল কান্তি বড়ুয়া, উত্তম সেন,ইকবাল বাবুল, আহসান মালেক,আহমেদ জসিম, ইউসুফ রেজা, আকতার হোসাইন,আলেক্স আলীম, পথিক ইদ্রিস,অজয় দাশ গুপ্ত,শাম্ স চৌধুরী রুশো, খালেদ সরফুদ্দীন, মন্জুর কাদের,কেশব জিপসী,জসীম মেহবুব,ও জিন্নাহ চৌধুরী।

চট্টগ্রাম এর স্বনামধন্য আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, ও তরুণ্যের উচ্ছাস শিশু শিল্পীরা এতে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে ছড়াটের লেখক সংখা প্রদান করা হবে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ