৫ নভেম্বর ২০২৫

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

বাংলাধারা ডেস্ক »

বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ আগস্ট) মাহী ও তার স্ত্রী আশফাহকে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

নোটিশে ৭ আগস্ট সকাল ১০টায় তাদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুন মাস থেকে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। এর ধারাবাহিকতায় তাদের নোটিশ পাঠানো হলো।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ