আমি তোমার চোখেই দেখি
অর্থ নেই বলে ভেবোনা আমি দরিদ্র,
পরাজিত হই বলে ভেবোনা আমি ভীত।
আমার দারিদ্রের মাঝে যে মনোবল,
তা হয়ত অন্য কোন বিত্তের মাঝে নেই,
সহস্র প্রতিকূলতায় তোমাকে পাশে পাই,
দৈন্যতার মাঝেও আমি মুগ্ধ।
আমি সামান্য স্পর্শেই নুইয়ে পড়ি,
লজ্জাবতী উদ্ভিদের মত,
ভেবোনা থেমে গিয়েছি।
তোমাকে ভালবাসি বলেই আমার এই থেমে যাওয়া,
এই ধীরে পথচলা।
পরিপার্শ্বিক উত্থান দেখে ভেবোনা
আমি চোখে কিছুই দেখি না,
আরে মূর্খ! আমি তোমার চোখেই দেখি।
আমরা চিরসুখী
বৃষ্টির মাঝে কেঁদোনা, লজ্জা পাবে।
সৃষ্টির মাঝে সৃষ্টিকর্তাকে খোঁজ,
বিশালতায় তোমার কান্না থেমে যাবে।
বজ্রপাতে নেই ভয়,
কান্না অভাবীকে মানায়।
আকাশের মত বিশাল ছাদে; বাস করো
বাবুই পাখি যেভাবে সুখে রয়।
পেয়ে যে জন তুষ্ট নয়,
দম্ভ নিয়ে চলতে চায়,
সে জন বড়ই দুঃখী।
আমার আছে অনেক কিছু,
তোমার আছি আমি,
আল্হাম্দুলিল্লাহ; আমরা চিরসুখী।
বাংলাধারা/এফএস/এমআর













