বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে ভাটিয়ারী পোর্ট লিংক গেইটে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মিঠু ভাটিয়ারী ইমামনগর এলাকার মফিজুর রহমানের ছেলে। অন্যজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রেলওয়ে থানা (জিআরপি) ওসি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় দুজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানায়নি। আমরা একটা টিম পাঠিয়েছি। আসলে বিস্তারিত জানাতে পারবো।
স্থানীয় নাহিদ নামে এক যুবক জানায়, বৃষ্টির মধ্য ট্রেন লাইন পার হতে গিয়ে একই সময়ে দুই দিক থেকে ট্রেন এসে পড়ায়। ৩ জনেই ট্রেনের ধাক্কায় আহত হলে দুজন ঘটনাস্থলেই মারা যায়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













