৩১ অক্টোবর ২০২৫

গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় ভূয়া ট্রাফিক পুলিশ আটক

বাংলাধারা প্রতিদেন »

পাঁচলাইশ থানাধীন ২নাম্বর গেইটের শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় ভূয়া এক ট্রাফিক পুলিশকে আটক করেছে চট্টগ্রাম মহানগর ট্রাফিক উত্তর বিভাগ।

মঙ্গলবার (৬ আগস্ট) তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম মোঃ জয়(১৯)। বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-উর-রশিদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেইট শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুবাহী ট্রাক খেকে ট্রাফিক পুলিশ পরিচয়ে একজন চাঁদা আদায় করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে ওই ভূয়া ট্রাফিক পুলিশ’কে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্য চাঁদাবাজদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন