বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগাহাটের কমলদহ এলাকায় রূপসী ঝর্নার ৩০ ফুট গভীর থেকে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ঝর্নার নিচে কূপে পড়ে যান ওই পর্যটক। নিহত ওই ব্যক্তির নাম- মেহেদি হাসান (৩৫)। রংপুর জেলার ডমুর এলাকার নুরুল আমিনের ছেলে মেহেদি হাসান ইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন। সেই সুবাদে তিনি ফকিরহাট এলাকায় বাসা ভাড়া করে সপরিবারে থাকতেন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ বিভাগীয় স্টেশনের ডুবুরি দলের লিডার আকতার হোসেন বাংলাধারাকে জানান, আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পা পিছলে ঝর্নার নিচে কূপে পড়ে যান মেহেদি। এরপর আমরা চার সদস্যের একটি ডুবুরি দল বেলা ১টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। আধঘণ্টার মধ্যে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













