৯ ডিসেম্বর ২০২৫

সীতাকুণ্ডে লরি চাপায় কিশোর নিহত

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুণ্ডে সোনাইছড়ির শীতলপুরস্থ চৌধুরী ঘাটা এলাকায় আবুল খায়ের স্টীলের স্ক্র্যাপবাহী লরির চাপায় বাবুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুলের বাড়ি নোয়াখালী। সে উক্ত এলাকায় একটি চায়ের দোকানে চাকরী করতো।

জানা যায়, বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে দূর্ঘটনাস্থ থেকে লাশটি উদ্ধার করেছে। সকালে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী দ্রুত গতির লরিটি তাকে চাপা দেয়, এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

তবে এব্যাপারে হাইওয়ে থানার ওসি আবদুল আউয়ালের কাছে জানতে চাইলে তিনি লাশ থানায় নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ