৭ ডিসেম্বর ২০২৫

পটিয়ায় সন্ত্রাসীর গুলিতে যুবলীগ নেতা গুরতর আহত

পটিয়া প্রতিনিধি »

পটিয়া উপজেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক লিটন সন্ত্রাসীর গুলিতে গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মিলিটারিপুল এলাকায় মোস্তফা পেপার মিলের সামনে এই ঘটনাটি ঘটেছে।

উপজেলা যুবলীগের সূত্রে জানা যায়, পাঠাগার বিষয়ক সম্পাদক লিটন সন্ধ্যায় মিলিটারিপুল এলাকায় গেলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাকে লক্ষ করে গুলি চালায়। বর্তমানে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম জানান, ধলঘাট ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা শেষে যুবলীগ সভাপতি মোহাম্মদ বেলালসহ আমার প্রাইভেট কার যোগে ফিরছিলেন। আমার গাড়িটা পাচুরিয়া এলাকায় এলে সিগনাল দিয়ে গাড়ি আটকানো হয়। তখন গুলিবিদ্ধ অবস্থায় লিটনকে দেখতে পেয়ে দেরি না করে তাদের গাড়িতে তুলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। তবে কি কারণে বা কারা এ হামলা চালিয়েছে এখনো জানা যায়নি।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কি কারণে বা কারা উপজেলা যুবলীগ নেতাকে গুলি করেছে তা তাৎক্ষনিক জানা যায় নি। আমরা এখনো কোন ধরনের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবেে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন