বাংলাধারা ডেস্ক »
বগুড়ার শেরপুরের চন্ডিজানে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- চন্ডিজান গ্রামের গজেন্দ্রনাথ দাসের ছেলে চন্দন কুমার দাস (৪৫) তার মেয়ে কিরণ বালা (৬) ও উজ্জল কুমার দাসের ছেলে ব্রজ কুমার দাস (৭)।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে তারা বাড়ির পার্শ্বে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। এসময় মেয়ে কিরণ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বাবা ও তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, দুপচাঁচিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দু’দিন পর সনজান আলী (৬০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমুহনী রাস্তার পাশের পাওগাছা গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। সনজান উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জীবিকার সন্ধানে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সনজান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













