৪ নভেম্বর ২০২৫

আইন অমান্য করে ট্রেনের ছাদে ভ্রমণচেষ্টা: ৬ যাত্রীকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে আইন অমান্য করে রেলের ছাদে ভ্রমণচেষ্টার দায়ে ছয় যাত্রীকে দুই হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। সকাল থেকে চট্টগ্রাম ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, বিজয়, উদয়ন এক্সপ্রেস, মেইল ট্রেনে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জানান, রেলওয়ে কর্তৃপক্ষ রেলের ছাদে উঠে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের পক্ষ থেকে এ বিষয়ে স্টেশনেও নোটিশ প্রদান করা হয়েছে। এরপরো আজ রেলস্টেশনে অভিযান চালিয়ে ছাদে রেলভ্রমণের চেষ্টা করতে দেখা গেছে। এ অভিযোগে ছয় ব্যক্তিকে দুই হাজার ৫৫০ টাকা জরিমানা করা  হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। যদিও আগে থেকেই ছাদে ভ্রমণ ছিল দণ্ডনীয় অপরাধ। এবার রেলমন্ত্রীর নির্দেশে এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সের এ অভিযান শুরু হয়েছে আজ (১ সেপ্টেম্বর) থেকে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ