৪ নভেম্বর ২০২৫

পটিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ধোধন

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরিবেশের মানোন্নয়নে পটিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। এদিন প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করা হয়।

শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটার সময় পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, আমি অনেক বিদ্যালয়ে পরির্দশনে গিয়ে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেছি, তবে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যা যা প্রশ্ন করেছি তারা তা অকপটে উত্তর দিতে পেরেছে। আমি এ বিদ্যালয়ের সততা স্টৌর, মানবতা স্টোর, লাইব্রেরী, ক্লাসরুম,ছাদ বাগান সহ পরির্দশন করে মুগ্ধ হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান বলেন,পরিবেশের মানোন্নয়নে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন আজকের কর্মসূচি বাস্তবায়ন করেছে। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শতভাগ এ কর্মসূচী সাফল্যের সহিত পালন করা হচ্ছে। উপজেলায় মোট ১৫২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয় কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, কাউন্সিলর গোফরান রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিদা ইয়াছমিন, গাজী লোকমান হাকিম, সহকারী শিক্ষক অশোক দে ঝষি, নেজাম উদ্দিন, নাহিদা সুলতানা, আফরোজা ছিদ্দিকা, জেসমিন আফরোজ,তৈয়বা খানম,শাখিলা সুলতানা, মেহের আফরোজ প্রমুখ।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ