কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। র্যাবের দাবি নিহত যুবক জলদস্যু।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে র্যাব-৭ এর টহল দলের সঙ্গে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান।
নিহত নুরুল কাদের রানা (৩৪) মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার নুরুল হকের ছেলে। রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু বলে জানিয়েছে করেছে র্যাব-৭।
র্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা। তাকে ধরতে সোমবার ভোররাতে র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালায়। র্যাবের উপস্থিতি ঠের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও গুলি করলে কিছুক্ষণ পর পিছু হটে তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। জব্দ হয় একটি বিদেশি পিস্তলসহ সাতটি আগ্নেয়াস্ত্র। মরদেহটি সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে মহেশখালী থানার পুলিশ।
বাংলাধারা/এফএস/এমআর













