বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুন্ডে সহকর্মী শাহজাহান সাজুর খুনীকে গ্রেফতারের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রাইম মুভার চালক ও শ্রমিক নেতারা।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন প্রাইম মুভার চালক ও শ্রমিকরা। এ সময় তারা নগরীর সল্টগোলায় বিক্ষোভ প্রদর্শন করেন। বেলা দুইটায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন।
কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর, ১৯টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (অফডক), তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার কনটেইনার পরিবহন কার্যত বন্ধ ছিল ছয় ঘণ্টা। এ সময় শিপিং এজেন্ট, আমদানিকারক, শিল্প-কারখানার মালিক, সিঅ্যান্ডএফ এজেন্ট, অফডক মালিকসহ সংশ্লিষ্টরা উদ্বিগ্ন ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি মৃণাল চৌধুরী জানান, প্রাইম মুভার শ্রমিক সাজুর খুনিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আমরা পুলিশ হেফাজতে দেখেছি। এরপর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, প্রতিদিন প্রাইম মুভারগুলোর মাধ্যমে ১৯টি অফডক থেকে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট দুপুরে ফৌজদারহাট এলাকায় সংসদ সদস্য দিদারুল আলমের ব্যবসা প্রতিষ্ঠান কাফিন এন্টারপ্রাইজের পরিবহন সংস্থার অফিসে ফোরম্যান মাসুম লরিচালক সাজুকে গুলি করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













