বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে ২ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, কালামিয়া বাজার এলাকার নজির প্রিন্টিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ টন পলিথিন জব্দ করা হয়েছে। নজির প্রিন্টিংকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













