বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের উত্তর পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম- শরীফুল ইসলাম (৩০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দীন বাংলাধারাকে জানান, মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে দুইটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কুমিল্লার দেবিদ্বারের শরীফুল ইসলাম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহত চালক মো. হাবিব (৫০), রায়হান (১৩) ও অমিত দাশকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












