বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেল দুইজন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম- বিপ্লব দাস (২৫)। বিপ্লব চন্দনাইশ থানার দোহাজারী এলাকার সন্তোষ দাসের ছেলে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিপ্লব দাস নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবক ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বিপ্লব দাশকে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু মঙ্গলবার সকালে বিপ্লবকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবারের সদস্যরা। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নুরুল হায়দার জানান, চমেক হাসপাতালে এক ডেঙ্গুর মৃত্যুর খবর পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি।
এর আগে নগরের পার্কভিউ হাসপাতালে বাদশা মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













