৩১ অক্টোবর ২০২৫

সন্দ্বীপ আঃলীগ নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সন্দ্বীপ প্রতিনিধি »

বাংলাদেশ ছাত্রলীগ সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামীলীগ সদস্য মোক্তাদের মাওলা সেলিম’র (এমএম সেলিম) বিরুদ্ধে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় মামলা ও সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে আজ সকাল ১০ঃ০০টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলীগ।

সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলীগের উদ্দ্যেগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স গেটে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সন্দ্বীপের সম্ভ্রান্ত ও আওয়ামীলীগের প্রাক্তন প্রবীণ নেতা মাহবুবুর রহমান মাদু চেয়ারম্যান’র বড় সন্তান পৌরসভার জনপ্রিয় নেতা মোক্তাদের মাওলা সেলিম’র বিরুদ্ধে করা মামলাটি ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেন এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, গত ২৮ আগষ্ট নোয়াখালী জেলাধীন কোম্পানিগঞ্জের নুর নবী মাঝির করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যমূলক ও প্রতারণা। এমএম সেলিমকে আগামী পৌর নির্বাচন হতে বিরত রাখতে এবং হয়রানির উদ্দেশ্যে ষড়যন্ত্রকারী চক্র নুর নবী মাঝিকে দিয়ে বানোয়াট ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে মামলা ও চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করায়, এই নুর নবী মাঝি মূলত মাছধরা বোটের মাঝি ও বোট ডাকাতি একটি চক্রের নেতা,।

বোট ডাকাতির যে অভিযোগ করা হচ্ছে তা আদৌ সত্য নয় উপরন্তু গত মাসখানেক আগে নোয়াখালীর এই নুর নবী মাঝির নেতৃত্বে এমএম সেলিমের বোট ডাকাতির মাধ্যমে নোয়াখালী নিয়ে যাওয়া হয় যা সেখান থেকে কোম্পানিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে আনা হয়।

সমাবেশে বক্তারা বলেন এবং প্রশ্ন রাখেন একজন মাঝি কত টাকা আয় করেন যে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মামলা সাংবাদিক সম্মেলন ও ইলেকট্রনিক্স মিডিয়াতে অবিরাম মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে?

এটি সন্দ্বীপ আওয়ামী পরিবার ও আগামী পৌর নির্বাচনকে কেন্দ্রকরে আওয়ামীলীগ বিরোধী সন্দ্বীপ ও নোয়াখালীর একটি দস্যু চক্রের ষড়যন্ত্র মূলক দুরভিসন্ধি, এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কোনভাবেই এমএম সেলিমকে ষড়যন্ত্রকারীরা রুখতে পারবেনা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবেনা।

সমাবেশ হতে এমএম সেলিম’র তথা সন্দ্বীপ আওয়ামী পরিবারের বিরুদ্ধে এই অভিসন্ধিমূলক ষড়যন্ত্র রুখতে প্রশাসন, চট্টগ্রাম উত্তর জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সহযোগিতা কামনা করা হয়।

সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলীগের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আলাউদ্দিন বেদন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আকবর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বেলাল উদ্দিন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, আওয়ামীলীগ নেতা শামীম কাউছার, সুমন, ফয়সাল সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সন্দ্বীপ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন