৩১ অক্টোবর ২০২৫

অপর্ণা ঘোষের নতুন সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’

বাংলাধারা ডেস্ক »

অভিনেত্রী অপর্ণা ঘোষ এবার চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’য়। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে হোসনে মোবারক রুমি পরিচালিত এ ছবিটি।

সিনেমায় অপর্ণা ঘোষের চুক্তিবদ্ধ হওয়া নিয়ে পরিচালক হোসনে মোবারক রুমি বলেন, ‘অন্ত্যেষ্টিক্রিয়া ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা ঘোষ। জয়ন্ত চট্টোপাধ্যায়ও চুক্তিবদ্ধ হয়েছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে । এছাড়াও ছবিতে আরও অনেক অভিনয়শিল্পী আছেন।

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির পরিচালক হোসনে মোবারক রুমি। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র কের গড়ে উঠেছে এর কাহিনী। অন্ত্যেষ্টিক্রিয়া একটি পিরিওডিক্যাল সিনেমা। হোসনে মোবারক রুমি জানান, প্রথম লটের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তাদের। অক্টোবরের ১ তারিখ থেকে হবে সিনেমার শুটিং।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন