৩০ অক্টোবর ২০২৫

কর ফাঁকির মামলায় গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা

বাংলাধারা ডেস্ক »

চার বছর আগে ফ্রান্সে শুরু হওয়া কর ফাঁকির মামলা ৫৫ কোটি ডলারের বিনিময়ে মীমাংসায় পৌঁছেছে সার্চ ইঞ্জিন গুগল। প্রতিষ্ঠানটির ইউরোপিয়ান প্রধান কার্যালয় আয়ারল্যান্ডের ডাবলিনে। অন্যান্য প্রতিষ্ঠানের মতোই ফ্রান্সের ব্যবসার ওপর কর দিয়ে থাকে গুগল। কিন্তু ফ্রান্সে কর দেওয়ার ক্ষেত্রে গুগলের বিরুদ্ধে ঠিকমতো হিসাব না দেওয়ার অভিযোগ ওঠে। ফরাসি কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অভিযোগ করেন। দীর্ঘ তদন্তের পর গুগল ও ফ্রান্স কর্তৃপক্ষ এ বিষয়ে মীমাংসায় পৌঁছাল। খবর: ভার্জ।

এক বিবৃতিতে গুগল মুখপাত্র বলেন, ‘আমরা এখন ফ্রান্সে কর ও প্রসঙ্গিক সব মামলা মীমাংসা করেছি, যা অনেক বছর ধরে চলে আসছিল।’ তিনি জানান, ‘মামলা মীমাংসায় ফরাসি আদালতের নির্দেশে ৫৪ কোটি ৯০ লাখ ডলার জরিমানা দেওয়া হবে এবং বাড়তি আরও ৫১ কোটি ডলার কর দিতে আমরা রাজি হয়েছি, যা আমাদের আর্থিক প্রতিবেদনে যোগ করা হবে। আমরা মনে করি, যে প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে ব্যবসা করছে, সেগুলোকে একটি কাঠামোতে ধরে রাখার সবচেয়ে ভালো উপায় আন্তর্জাতিক করব্যবস্থা পুনর্গঠন।’

গুগলের মতো প্রতিষ্ঠানের জন্য এবারের জরিমানার অঙ্ক সামান্যই। চলতি মাসের শুরুতেই ইউটিউবের মাধ্যমে শিশুদের ডিজিটাল গোপনীয়তা নীতিমালা ভাঙার কারণে গুগলকে আরও ১৭ কোটি ডলার জরিমানা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন। প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি আগ্রাসী নীতিমালা প্রয়োগ করছে ইইউ। বিশেষভাবে ফ্রান্স চলতি গ্রীষ্মের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে কর বাড়ানোরর প্রস্তাব করেছে। এতে ফেসবুক ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন