বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশের বিপক্ষে মিরপুরে রোববার টি-২০ ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেন সাইফউদ্দিন। দ্বিতীয় ওভারে হযরতউল্লাহ জাজাইকে ফেরান সাকিব। তৃতীয় ওভারে এসে নাজিব তারাকায়কে তুলে নেন সাইফউদ্দিন। পরে নাজিবুল্লাহকে ফেরান সাকিব। এরপর মোহাম্মদ নবী এবং আসগর আফগানের বড় জুটি ভাঙেন সাইফউদ্দিন।
আফগানিস্তান ১৬.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রানে ব্যাট করছে। মোহাম্মদ নবী ৪৬ রানে ব্যাট করছেন। তার সঙ্গে থাকা আসগর আফগান ৩৯ রানে আউট হয়েছেন। নবীর সঙ্গে তিনি ৭৮ রানের জুটি গড়েন। এর আগে তারাকায় ১১ রানে আউট হন। নাজিবুল্লাহ করেন ৫ রান। জাজাইয়ের ব্যাট থেকে আসে ১ রান।
এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। আফগানিস্তানও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায়। তবে আফগানদের মতো দাপুটে জয় বাংলাদেশ পায়নি। আফগানদের বিপক্ষে সাকিবদের আজ তাই ঘুরে দাঁড়ানোর পালা। ত্রিদেশীয় সিরিজে এগিয়ে যাওয়ার পালা।
এর আগে টি-২০ ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তান চারবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ২০১৪ টি-২০ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে একমাত্র জয় পায়। বাকি তিনটি জয় আফগানদের। এর মধ্যে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করে আফগানিস্তান। এবার ঘরের মাঠে তাই ভালো খেলার চ্যালেঞ্জ বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকা, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, করিম জানাত, ফরিদ মালিক, মুজিব উর রহমান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













