৪ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স উপহার দিলেন ইউএনও

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির মোট ১১০ জন শিক্ষার্থীকে টিফিন বক্স উপহার দেয় উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের টিফিন বক্স উপহার দেয়ার উদ্যোগ নেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী উপজেলার ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির মোট ১১০ জন শিক্ষার্থী কে এই উপহার দেয়ার উদ্যোগ নিই।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ