৪ নভেম্বর ২০২৫

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দু’দলের জন্যই ঘুরে দাঁড়ানোর ম্যাচ এটি। আফগানিস্তানের বিপক্ষে হারের পর আবার জয়ে ফেরা দরকার টাইগারদের। সেই লক্ষ্যে চট্টগ্রামে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ভালো শুরু করে। ওপেনার লিটন দাস ঝড় তোলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নাজমুল হোসাইন-সাকিবও দলকে ভরসা দিতে পারেননি। পরে মুশফিক-মাহমুদুল্লাহ দলকে ভরসা দিচ্ছেন। 

সর্বশেষ ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাঈম শেখের অভিষেক হবে বলে গুঞ্জন থাকলেও টেস্ট-ওয়ানডের পর টি-২০ অভিষেক হয়েছে নাজমুল হোসাইন শান্তর। লিটনের সঙ্গে ওপেন করতে নামেন তিনি। এছাড়া লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম জায়গা পেয়েছেন একাদশে। বাদ পড়েছেন সাব্বির রহমান। তাইজুল ইসলামের জায়গায় পেসার শফিউল ইসলাম ঢুকেছেন একাদশে।

বাংলাদেশ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানে ব্যাট করছে। মাহমুদুল্লাহ ৩৮ ও মুশফিকুর রহিম ৩১ রানে ক্রিজে আছেন। তারা দু’জন ৬৯ রানের জুটি গড়ে খেলছেন। লিটন দাস ২২ বলে দুই ছয় ও চারটি চারের সুবাদে ৩৮ রান করে আউট হয়েছেন। টি-২০ অভিষেক হওয়া নাজমুল ১১ রান করে ফিরে যান লিটনের আগেই। এরপর অধিনায়ক সাকিব ফেরেন ১০ রান করে।  

শ্রীলংকা থেকে ওয়ানডে সিরিজে হেরে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরেছে বাংলাদেশ। টি-২০ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেই মনে হয়েছিল। কিন্তু আফগানদের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচেও হারে বাংলাদেশ। চট্টগ্রামে তাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দেখায় জয়ই একমাত্র লক্ষ্য টাইগারদের।

বাংলাদেশ দল: নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধি.), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেইলর, হ্যামিলটন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, শন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতুমবজি, রায়ান বার্ল, রেগিস চাকাভা, নেভিল মাদজিভা, আনছসে এন্ডিলভ, ক্রিস এমপফু।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ