৫ নভেম্বর ২০২৫

সন্দ্বীপ পৌর আ’ লীগের স্মমেলন, সেলিম সভাপতি-সফিক সম্পাদক

সন্দ্বীপ প্রতিনিধি »

দীর্ঘ দশবছর পর বাংলাদেশ আওয়ামী লীগ সন্দ্বীপ পৌরসভা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের তত্বাবধানে সন্দ্বীপ পৌর আওয়ামী লীগের আয়োজনে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আজ সকাল দশটায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন।

সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ অতিথি ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা ( চট্টগ্রাম-৩, সন্দ্বীপ), প্রধান বক্তা সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু।

সম্মেলন দ্বিতীয় পর্বে মোক্তাদের মাওলা সেলিমকে সভাপতি ও শফিকুল মাওলাকে সাধারণ সম্পাদক করে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন’র নেতৃত্বে ৫ সদস্যের একটি সমন্বয় কমিটি করে আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় জেলা আওয়ামী লীগ।

এতে উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালের নেতৃত্বে আরেকটি কমিটি করে বাকি থাকা সন্দ্বীপ উপজেলাধীন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গুলোর সম্মেলন দ্রুততার সাথে সমাপ্ত করার নির্দেশ দেয়া হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ