৩১ অক্টোবর ২০২৫

ফের ইয়েমেনে সৌদির হামলা, শিশুসহ নিহত ১৬

বাংলাধারা ডেস্ক »

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার আদ-দালি অঞ্চলে এ হামলা চালানো হয় বলে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি এই তথ্য জানায়।

এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারেই বলেন, আদ-দালি অঞ্চলের একটি বাড়িতে দুই বার বিমান হামলা চালানো হয়।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে ৭ জন শিশু ও ৪ নারী রয়েছেন।

তবে এই হামলা সম্পর্কে কোন মন্তব্য করেনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এর আগে গত সোমবার এক মসজিদে হামলা চালায় সৌদি সামরিক জোট। সেই হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন