৩১ অক্টোবর ২০২৫

বরখাস্ত কারারক্ষী ইয়াবাসহ আটক

বাংলাধারা ডেস্ক »

ঝিনাইদহে ১৫০ পিস ইয়াবাসহ হোসাইন কবির (২৬) নামে কারারক্ষীকে আটক করা হয়েছে।

বুধবার সকালে শহরের লাউদিয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে। বাবার নাম মৃত মেসের আলী।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদর উপজেলার লাউদিয়া এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই স্থানে অবস্থান নেয়। এ সময় শহরের দিকে মোটরসাইকেলে আসা হোসাইন কবিরকে থামানো হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

তিনি বলেন, হোসাইন কবির মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী। তিনি দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।

হোসাইন কবির মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী বলে নিশ্চিত করেছেন জেল সুপার কামরুল হুদা। তিনি জানান, বিভাগীয় মামলায় বর্তমানে সে (হোসাইন কবির) সাময়িক বরখাস্ত আছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন