৩১ অক্টোবর ২০২৫

বাকলিয়ায় অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেফতারকৃত যুবক মো. মামুন (৩৭) বাকলিয়া থানার রাজাখালী ফায়ার সার্ভিসের বাচুর বাপের বাড়ির আমজু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া মামুন নিজেকে যুবলীগ কর্মী পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। কয়েকদিন আগে সে (মো. মামুন) আরেক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত করেন।

মামুনের স্বীকারোক্তি মতে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় তার আস্তানা থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

জানা যায়, রোববার (২২ সেপ্টেম্বর) মামুন ছুরিকাঘাত করে জিয়াউল হক জিয়া নামে একজনকে আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন জিয়া এখন জীবনমৃত্যুর সাথে লড়াই করছেন। বিচারাধীন একটি মামলায় সাক্ষ্য দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনার পর সন্ত্রাসী মামুনকে গ্রেফতারের চেষ্টা করে আসছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৬ সালে নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা আক্তার মিতুকে। এ ঘটনায় সাবেক এসপি বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশ ওই বছরের ২৭ জুন নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ভোলাকে গ্রেফতার করে। মিতু হত্যায় মামলার পাশাপাশি তার স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলার বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা দায়ের হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন