৩১ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঈদগাঁ বৌ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাধারা প্রতিবেদন »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার বাদ আসর নগরীর ঈদগাঁ বৌ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে অংশ নেন ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন, থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ফয়েজ আহম্মদ, ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিল মোহাম্মদ দিলুসহ স্থানীয় ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।

দেশের শান্তি ও উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন