৩১ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ায় যাচ্ছে তারকাদের ‘সাপলুডু’

বাংলাধারা ডেস্ক »

মহাসমারোহে চলছে সিনেমা ‘সাপলুডু’। ২৭ সেপ্টেম্বর দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এবার দেশের বাইরেও প্রদর্শিত হতে যাচ্ছে ‘সাপলুডু’।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে ১২ অক্টোবর দুপুর ১২ টায় ব্যাংকসটাউন হোয়াইটস সিনেমা হলে প্রদর্শিত হবে ছবিটি।

চলচ্চিত্রটির ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের কারণে যৌথভাবে ঈগল এন্টারটেইনমেন্ট এর সাবিবর চৌধুরী, স্বদেশ এন্টারটেইনমেন্ট এর ফয়সাল আজাদ, দ্যা লুক এর সালমিন তানহা এবং ক্রেইজি টিকেটস এর ওয়াহিদ সিদ্দিকী অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছেন।

এ ব্যাপারে সাব্বির চৌধুরী জানান, আপাতত একটা শো করার পরিকল্পনা আয়োজকদের। তবে দর্শকের সাড়া পেলে মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং এ্যডিলেট শহরেও সিনেমাটি দেখানোর ইচ্ছা আছে তাদের।

অস্ট্রেলিয়া ছাড়াও সাপলুডু ছবিটি মুক্তির কথা চলছে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

ছবিতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, রুনা খানসহ অনেকে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন