৩১ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে দখলমুক্ত হলো ‘সুন্দরী’ ছড়া, দখলকারীকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌর এলাকার মিরেরহাট চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কস্থ ব্রিজ সংলগ্ন ‘সুন্দরী’ ছড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৪০ বর্গফুট পানি চলাচলের সরকারি ‘ছড়া’ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, তৈয়ব নামে লোকটিকে আগেই তার জায়গা সকলের সামনে পরিমাপ করে বুঝিয়ে দেয়া হয়। তবুও তিনি ছড়া দখলে ব্যস্ত ছিলেন। তিনি ছড়ার ১ হাজার ৬৪০ বর্গফুট জায়গা দখলে নেন। যার দৈর্ঘ্য ১৬৪ ফুট এবং প্রস্থ ১০ফুট। বার বার নোটিশ প্রদান করলেও তিনি কর্ণপাত করেননি। গতকাল অভিযানে দখলের জায়গা উদ্ধার করা হয়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ীদের উপস্থিতিতে জায়গা পরিমাপ করে ছড়ার সীমানা নির্ধারণ করে দেয়া হয়।

পরে তৈয়বকে ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না এ মর্মে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান বলে জানান ইউএনও।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন