৩১ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায় এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মো. হামীম (১৬)। হামীম জোরারগঞ্জের অলিনগর এলাকার সৈয়দ উল্লাহর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বাংলাধারাকে বলেন, আজ দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন