৩১ অক্টোবর ২০২৫

নগরীতে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন নন্দন কানন এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন।

গ্রেফতারকৃতের নাম- রবিউল আলম (১৯)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দন কানন এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন