৩১ অক্টোবর ২০২৫

পেঁয়াজ নিয়ে দুঃসংবাদ

বাংলাধারা ডেস্ক »

পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিল ভারত। অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ করতে না পারা এবং পেঁয়াজ উৎপাদনের শীর্ষে থাকা কয়েকটি রাজ্যে বন্যার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এ আদেশ জারি করেছে।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার।

গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়েছে। রাজধানী দিল্লি, মুম্বাই, লাক্ষনৌয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কলকাতাতেও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে পোর্ট ব্লেয়ারে পেঁয়াজের দাম কেজিতে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এমন পরিস্থিতি সামাল দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কম দামে সরকারিভাবে পেঁয়াজ বিক্রির ঘোষণা করেছেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন