৫ নভেম্বর ২০২৫

টেকনাফে বিজিবির সাথে গোলাগুলিতে দু’যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে ইয়াবা উদ্ধারে গিয়ে বিজিবি জওয়ানদের সাথে গোলাগুলিতে দু’ মাদক কারবারি যুবক নিহত হয়েছেন। এসময় ৩জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল হতে ৫০ হাজার ইয়াবা, ২টি লম্বা বন্দুক, ৩ রাউন্ড বুলেট ও তটি কিরিচ জব্দ করা হয়েছে।

সোমবার ভোররাতে টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জামাল (২৭) ও মোহাম্মদ ইউনুস (২১)। তাদের বিস্তারিত পরিচয় ততক্ষণাত জানাতে পারেনি বিজিবি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় ইয়াবার চালান মজুদের খবর পেয়ে ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি দল ঐ এলাকায় গিয়ে অবস্থানে নেয়। কিছুক্ষণ পর কিছু মানুষের নড়াচড়া পেয়ে বিজিবি জওয়ানেরা তাদের ঘিরে আত্নসমর্পণের আহবান জানান। তারা এতে সম্মত না হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এসময় বিজিবির দায়িত্বরত ৩জন সদস্য আহত হয়।

তখন বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে সরকারী সম্পদ এবং জীবন রক্ষার্থে পাল্টা প্রায় ১০ মিনিট গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৫০হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ৩ রাউন্ড বুলেট ও ৩টি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে।

আহত বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত বিজিবি সদস্যরা চিকিৎসাধীন থাকলেও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের পকেটে পাওয়া ছবিতে দুজনের নাম পাওয়া গেলেও পরিচয় জানা যায়নি। তাই তারা বাংলাদেশী না রোহিঙ্গা তা ততক্ষণাত জানাতে পারেননি বিজিবির এ কর্মকর্তা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ