বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মায়ানমারের উসকানির ফাঁদে পা দেবে না সেনাবাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সেনাবাহিনী সমর্থন করে বলেও জানান তিনি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর আর্টিলারী সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেনারেল আজিজ আহমেদ।
সে সময় সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।বাংলাদেশের এগিয়ে যাওয়া রোধ করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। তাই সেনাবাহিনী মায়ানমারের কোনো ধরনের উসকানির ফাঁদে পা দেবে না।সরকার রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া নির্মানের যে, দায়িত্ব সেনাবাহিনীকে দিয়েছে, তা করার জন্য পরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়া, সেনাবাহিনী রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে কাজ করবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













