বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের পাইকারী বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় মেসার্স খাজা ট্রেডিং নামে এক আড়তদার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং মো. আশরাফুল আলম।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট অথবা অসাধু ব্যবসায়ীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে।
এ দিকে জেলা প্রশাসনের অভিযানে পর পাইকারী বাজার খাতুনগঞ্জে পেয়াঁজের দাম কমতে শুরু করেছে। কেজি প্রতি ৯০/৯৫ থেকে ৮০/৮৫ টাকায় নেমে এসেছে পেঁয়াজের দাম ।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. তৌহিদুল ইসলাম জানান, খাতুনগঞ্জে যথেষ্ট পরিমাণে পেয়াজঁ মজুদ রয়েছে । আড়তদাররা ৪০/৪৫ টাকা থেকে অযেীক্তিকভাবে দাম বাড়িয়ে ৯০/৯৫ টাকা নিচ্ছে । এটা তারা করতে পারেননা ।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, মনিটরিং থাকলে ব্যবসায়ীরা অহেতুক দাম বাড়াতে পারেনা । এখন আমরা ৮০/৮৫ টাকা করে দাম নিচ্ছি।মায়ানমার , মিশর চীন সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর আমদানির ফলে পেঁয়াজের দাম সহনীয় মাত্রায় চলে আসবে ।
উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর একটি সিন্ডিকেট কারসাজি করে পেয়াঁজের বাজার অস্থির করে তোলে। পেয়াঁজের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও রোববার(২৯ সেপ্টেম্বর) রাতে প্রতি কেজি পেঁয়াজের দাম হয় ৮০ টাকা। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর ) ১০০ টাকা পার হয়ে যায় পেঁয়াজের দাম। ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













