৫ নভেম্বর ২০২৫

পটিয়ায় দূর্গাপুজার প্রস্ততি শেষ পর্যায়ে

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপে মণ্ডপে এখন চলছে প্রতিমার উপর রং-তুলির শেষ আঁচড়ের কাজ। তুলির আঁচড়ে দুর্গার স্বরূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গা পূজা। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৮ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গা পূজার উৎসব।

পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস জানান, পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা সহ এবারে ১৮৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তৈরি মাটির মূর্তির উপর রং-তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। দুর্গা উৎসব পালনের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রামকৃষ্ণ মন্দির, সুচক্রদন্ডি মিলন মন্দির, পল্লীমঙ্গল, মুজাফফরাবাদ সর্বজনিন মন্দিরে দুর্গা উৎসবের প্রস্তুতি শেষ হয়েছে। ইউনিয়নের অপর কয়েকটি মণ্ডপে শেষ মুহূর্তের রংয়ের কাজ করছেন শিল্পীরা।

দেবী দুর্গার মূর্তি তৈরির কারিগর সমীরন পাল জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিমা আকর্ষণীয় করার চেষ্টা করছি। রামকৃষ্ণ মন্দির ছাড়াও উপজেলার অন্যতম বড় পূজামণ্ডপ করা হয়েছে, সুচক্রদন্ডি মিলন মন্দির, মোজাফরাবাদসহ আরো অন্যান্য ইউনিয়ন গুলোতেও।

চলছে প্রতিমার উপর রং তুলির শেষ আঁচড়ের কাজ

পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে জানান, দেবীর আগমন বোধন ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের সূচনা। দ্বিতীয় দিন মহা সপ্তমী, তৃতীয় দিন মহাঅষ্টমী ও চতুর্থ দিন মহা নবমী ও সন্ধি পূজা এবং শেষ দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে পূজার উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা ও থানা প্রশাসন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, এবার পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে। পুলিশের একটি বিশেষ ভ্রাম্যমাণ টিম টহলে থাকবে। জেলা পুলিশের একটি টিমও পূজা মণ্ডপগুলো মনিটরিং করবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, শারদীয় দুর্গা উৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনিকভাবে সার্বক্ষণিক পূজা মণ্ডপগুলো মনিটরিং করা হবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ