৫ নভেম্বর ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক মেম্বারের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম নবী (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ওয়ার্ডের বর্তমান মেম্বার আলা উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোলাম নবী পোকখালীর পশ্চিম গোমাতলীর মৃত মোহাম্মদ আলীর ছেলে। বিগত ৮-১০ বছর ধরে তিনি চরপাড়ায় বাড়ি করে পরিবার নিয়ে সেখানে বাস করে আসছিলেন।

মেম্বার আলা উদ্দীন জানান, গোমাতলী চরপাড়াস্থ গোলাম নবী মেম্বারের বসত বাড়ির শয়ন কক্ষে একটি বৈদ্যুতিক নষ্ট লাইট খুলে নতুন লাইট লাগানোর সময় বিদ্যুতের শর্ট লেগে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা গোলাম নবী মেম্বারকে উদ্ধার করে দ্রুত ঈদগাঁও স্টেশনস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী প্রবাসী গিয়াস উদ্দিন জানান, সবার অন্তপ্রাণ গোলাম নবী মেম্বারের অনাকাঙ্খিত এ মৃত্যু সবার মাঝে শোকের ছায়া ফেলেছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ