৫ নভেম্বর ২০২৫

লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

লামা প্রতিনিধি »

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি, সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে বুধবার বান্দরবানের লামায় ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্‌যাপন করা হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’।

এ উপলক্ষে লামা উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমির র‌্যালিতে নেতৃত্ব দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহামুদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা এটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ