বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে ।
বুধবার (২ অক্টোবর ) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ জানায়
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকায় অভিযান পরিচালনা করে ৭ বোতল ফেন্সিডিলসহ মো. শফিকুল আলম ওরফে শফি সওদাঘর (৫৫) ও মো. জানে আলম (৪৪)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













