বাংলাধারা প্রতিবেদন »
বাগীশিক বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা সদ্দার পাড়ায় আরেকটি নতুন গীতা শিক্ষা প্রশিক্ষণালয় শুভ উদ্বোধন হয়েছে।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) পূর্ব শাকপুরা সদ্দার পাড়ায় আদ্যা শক্তি গীতা শিক্ষা প্রশিক্ষণালয় প্রতিষ্টাতা অবসর প্রাপ্ত ব্যাংকার শ্রী মতি গীতা সদ্দার সভাপতিত্বে, নিশু দাশের গীতা পাঠের মধ্যে দিয়ে প্রভাষক প্রদীপ দে সঞ্জালনায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের যুগ্ম-সম্পাদক রুপন মহাজন, উদ্বোধক ছিলেন শাকপুরা স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষানুরাগী বাদল চন্দ্র দাশ, প্রধান বক্তা ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি উজ্জ্বল শুক্ল দাশ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সত্যপ্রিয় শীল, রুপন ধর, কাঞ্জন চক্রবর্ত্তী, বাবনন চৌধুরী, পোপন দাশ, শুম্ভু চৌধুরী, গীতা স্কুলের শিক্ষক রনি চৌধুরী, শাকপুরা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবীর দাশ, স্বপন পুরোহিত, শিপল মল্লিক, শ্যামল সর্দ্দার, প্রমুখ।
পরিশেষে গীতা শিক্ষা প্রশিক্ষণালয়ের সভাপতি ও শিক্ষার্থীদের হাতে বাগীশিক প্রকাশিত শ্রীমদ্ভগবদগীতা হাতে তুলে দেওয়া হয়। এতে এলাকার অসংখ্য নারী-পুরুষ উপস্হিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/এএ
				












