৩১ অক্টোবর ২০২৫

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত ৪

বাংলাধারা ডেস্ক »

ভোলার বোরাহানউদ্দিনে পুলিশ-জনতা দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ জন নিহত ও অর্ধশত আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-কলেজছাত্র মো. শাহিন, মাদ্রাসাছাত্র মাহবুব, মাহফুজ (৪৫) ও মিজান (৫০)। আহতদের মধ্যে ১০-১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক টিয়ারশেল নিক্ষেপ করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের জনৈক বিপ্লব নামের এক যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও ইসলামকে কটূক্তি করে। এ ঘটনায় উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শনিবার (১৯ অক্টোবর) ওই যুবকসহ আরো একজনকে আটক করে। এদিকে কটূক্তির প্রতিবাদে রবিবার (২০ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মুসল্লিরা।

বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মুসল্লিরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ বাধা দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ শুরু হয় ও এই হতাহতের ঘটনা ঘটে। বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শাহীন হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন