বাংলাধারা ডেস্ক »
যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
রোববার (২০অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুবলীগের বৈঠকের পরপরই ওমর ফারুক চৌধুরীর ধানমন্ডিস্থ বাসভবন ঘেরাও করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন যুবলীগ নেতারা। বিকাল ৫ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি শুরু হয়।তবে বৈঠকে উপস্থিত ছিলেন না ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন।
বাংলাধারা/এফএস/টিএম













