৩১ অক্টোবর ২০২৫

লামায় পিক-আপের ধাক্কায় প্রবাসী নিহত

বান্দরবান প্রতিনিধি » 

লামার উপজেলার সরই ইউনিয়নের আমতলী এলাকায় ছোট জীপ পিকআপের ধাক্কায় প্রবাসী মো. জোবায়ের (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আমতলী এলাকায় পিকআপ গাড়িটি পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে জোবায়ের গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত প্রবাসী মো. জোবায়ের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে। তিন মাস সে বিদেশ থেকে দেশে আসে। সে ২ সন্তানের জনক।

স্থানীয়রা ঘাতক পিকআপ গাড়িটি আটক করে সরই পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করে। দুর্ঘটনায় প্রবাসী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাসেম আলী বলেন, গাড়িটি ফাঁড়িতে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন